দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজধানীতে অশান্তির নেপথ্যে দিল্লি পুলিশের অসমর্থতাকেই দুষলেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন প্রধান অজয় রাজ শর্মা। দ্য ওয়্যারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজয় শর্মা বলেন যে, তিনি ক্ষমতায় থাকলে দিল্লির অশান্ত সময়ে উত্তেজক মন্তব্য করার জন্য বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, প্রবেশ খান্না এবং কপিল মিশ্রকে গ্রেফতার করতেন।
দিল্লিতে উত্তাপের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ, এমন কড়া বার্তাও দিয়েছেন প্রাক্তন এই পুলিশ প্রধান। তিনি আরও বলেন, ‛স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েই আমি অনুরাগ ঠাকুরকে গ্রেফতার করতাম। আর কপিল মিশ্র তো কোনও মন্ত্রী নন। তাই তাঁকে গ্রেফতার করতে কোনও বাধা থাকত না।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps