দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : খাদ্যসামগ্রী, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজ আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, দারিদ্রতা। রাজ্যে রাজনৈতিক নেতার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু সদ্য করা একটি ভোট-সমীক্ষার ফল বলছে, এখনই যদি দেশে লোকসভার নির্বাচন হয় তাহলে দিদির দল আগের বারের চেয়ে চারটি আসন বেশি পাবে। ওই একই সমীক্ষায় দাবি করা হয়েছে, এখনই লোকসভা নির্বাচন হলে, মোদী তাঁর নিজের রেকর্ড তো পেরবেনই, লোকসভায় আসন প্রাপ্তিতে অতীতের সব সাফল্য ছাপিয়ে তৃতীয়বারের জন্য দেশ শাসনের ভার পাবেন।
ইন্ডিয়া টিভির করা ওই সমীক্ষা রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধীরা অবশ্য সন্দিহান। তাদের বক্তব্য, চ্যানেলটি একপ্রকার সরকারের মুখপত্র হিসাবে কাজ করে। এই সমীক্ষা আসলে সরকারের মনগড়া রিপোর্ট হওয়া অসম্ভব নয়। পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতার, তাঁর ঘনিষ্ঠজনের ফ্ল্যাট থেকে বিপুল ধনদৌলত বাজেয়াপ্ত হওয়া, গরু, কয়লা পাচার চক্রের অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীর নাম জড়ালেও দিদির দলের আসন বাড়বে? এ প্রশ্নে আশঙ্কা প্রকাশ করেছেন গুণীজনেরা। যদিও তাদের অনেকেই এই সমীক্ষা মানতে নারাজ। তাদের দাবি সমীক্ষাটি বানোয়াট। তবে সত্যি হলে দেশের অবস্থা খুবই খারাপ হবে বলেও মত প্রকাশ করেছেন তারা।