Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিমরা কুরবানী করা বন্ধ করলে আমরাও দিওয়ালিতে বাজি ফাটানো ছেড়ে দেব, ধর্ম বিদ্বেষী মন্তব্য বিজেপির সাক্ষীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধর্ম নিয়ে খেলা করা এখন অভ্যাসে পরিণত হয়েছে বিজেপি নেতা নেত্রীদের। যেন গেরুয়া শিবিরের নেতৃত্বের রক্তের প্রতিটি ফোঁটায় মিশে রয়েছে ধর্ম বিদ্বেষ। যার কারণে দিন রাত একের পর এক বিজেপি নেতৃত্ব ধর্ম বিদ্বেষী মন্তব্য করেই চলেছেন। মুসলিমরা করোনার কারণে এবার দুটো ঈদ-ই বাড়িতে পালন করেছে। তার পরেও মুসলিমদের কুরবানি প্রসঙ্গকে টেনে আনলেন মুসলিম বিদ্বেষী তথা উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।

ফেসবুক পোস্টে লিখলেন, যে বছর বকরি ঈদে কোরবানি দেওয়া হবে না সেই বছর আমরাও দিওয়ালিতে বাজি ফাটাব না। তাই ততদিন যেন পরিবেশ দূষণ নিয়ে কেউ নিজের জ্ঞান ফলাতে না আসেন! স্বাভাবিকভাবেই তাঁর এমন পোস্ট অসহিষ্ণু বলে দাবি করেছেন অনেকেই। তবে তীব্র মুসলিম বিদ্বেষী সাক্ষী মহারাজ নিজের বক্তব্যে স্থির রয়েছেন।

এর আগেও বহুবার প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন সাক্ষী মহারাজ। এই বছর অবশ্য সব কিছুর উর্ধ্বে মানুষের স্বাস্থ্য জড়িয়ে রয়েছে। একাধিক রাজ্যের সরকার এবার দিওয়ালিতে আতশবাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দারি করেছে। করোনা পরিস্থিতি বাজি ফাটানোর জেরে হওয়া বায়ুদূষণ বিপদ বড়াতে পারে। এই আশঙ্কাতেই এবার বাজি পোড়ানোর ব্যাপারে যত নিষেধাজ্ঞা।

 

Leave a Reply

error: Content is protected !!