দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলমান কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন সারা ভারত কৃষক সভার এক নেতা। তাঁর কথায়, এখনও পর্যন্ত দিল্লি সীমান্ত ঘিরে রয়েছে কৃষকরা। হার না মানা জেদ নিয়ে শেষ পর্যন্ত লড়াই করার সংকল্প নিয়ে রাস্তায় নেমেছেন দেশের অন্নদাতারা। কিন্তু সরকারের যদি টনক না নড়ে তাহলে টনক কী ভাবে নাড়াতে হয় কৃষকরা জানেন।
Tags:Farmer Protest