দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্ষমতা থাকলে মহারাষ্ট্রে সরকার ফেলে দেখান, বিজেপি-কে সরাসরি চ্যালেঞ্জ জানানেল মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিবসেনার বার্ষিক দশেরা অনুষ্ঠানে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে উদ্ধব বলেন, যে দিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছি, সেই দিন থেকে মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার কথা শুনে আসছি। এক বছর পেরিয়ে গেল। সাহস থাকলে তা করে দেখান।
দশেরা উপলক্ষে সোমবার মুম্বইয়ে সেনার সভায় ভাষণ দিতে গিয়ে উদ্ধব বলেন, ‘আমাদের হিন্দুত্ব নিয়ে ক্রমাগত খোঁচা দেওয়া হচ্ছে। কেন এখনও রাজ্যে সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হচ্ছে না,তাই নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বলা হচ্ছে, বালাসাহেব ঠাকরের হিন্দুত্বনীতির সঙ্গে আমার কাজের অমিল রয়েছে। আপনাদের হিন্দুত্ব সীমিত রয়েছে ঘণ্টা আর বাসনপত্র বাজানোয়। আমাদের হিন্দুত্বের সংজ্ঞা তার থেকে আলাদা।’
এ দিন তিনি দাবি করেন, ‘বিহারে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার কথা আপনারা বলছেন। দেশের বাকি অংশ কি পাকিস্তানে না কি বাংলাদেশে অবস্থিত? যাঁরা এই প্রচার চালাচ্ছেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত। মনে রাখবেন, আপনারা কিন্তু কেন্দ্রীয় ক্ষমতায় আসীন।’