Monday, September 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

একুশের নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব, শুক্রবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে বিজেপিকে এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের সভায় অনুব্রত বলেন, একুশের নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব। কারণ আমি জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। সঙ্গে বিদ্রোহী নেতাদের অনুব্রতর হুঁশিয়ারি, ‘তৃণমূলে কর্মীরাই শেষ কথা। তাই যে সব নেতারা দল ছাড়তে চান, ছেড়ে দিন।’

সঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করতেও ভোলেননি তিনি। বলেন, ‘বিজেপি বলছে ওরা সোনার বাংলা গড়বে। তাহলে ওরা সোনার ভারত গড়তে পারল না কেন?’ সঙ্গে তাঁর দাবি, কিছুতেই বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি।

রাজ্য সরকারের প্রকল্পের প্রশংসা করে অনুব্রত বলেন, ‘রাজ্যে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি। মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমার সুযোগ পাবে। পৃথিবীতে আর কোথাও এমন হয়নি।’ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন পৃথিবীর কোনও নেতা তা করতে পারবেন না বলে দাবি করেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!