Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“হস্তক্ষেপ না করলে আমরা ধ্বংসের পথে হাঁটব” – অর্ণবের জামিনের আর্জিতে মন্তব্য সুপ্রিমকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোন যুক্তিতে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু হয়েছে, মহারাষ্ট্র সরকারকে প্রশ্ন করল দেশের শীর্ষ আদালত। অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিনের মামলায় সুপ্রিমকোর্টে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছে মহারাষ্ট্র সরকারের উদ্দেশ্যে।

ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর মা কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট এবং জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেন অর্ণব।

বুধবার সেই পিটিশনের শুনানিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ বলে, ‘আমরা ধরে নিচ্ছি যে এফআইআরে যে অভিযোগ করা হয়েছে, তা ধ্রুব সত্য। তারপরও এটায় কি ৩০৬ ধারার মামলা করা যায়? এরকম বিষয়ে যেখানে কিছুটা অর্থ মেটানো হয়নি। তার ফলে আত্মহত্যা করেছেন। তার মানে কি প্ররোচনা দেওয়া? সেজন্য যদি কাউকে জামিন না দেওয়া হয়, তাহলে সেটা কি বিচারের নামে প্রহসন নয়?’

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় বলেন ‘আমরা আজ যদি এই মামলায় হস্তক্ষেপ না করি, তাহলে আমরা ধ্বংসের পথে হাঁটব। যদি আমরা উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি চ্যানেলটি দেখব না। মতাদর্শের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। কিন্তু সাংবিধানিক আদালতে সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। নাহলে আমরা ধ্বংসের পথে হাঁটছি।’

 

Leave a Reply

error: Content is protected !!