দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে পর পর ১৮ টি চুরির ঘটনার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের কাছে পালসিট এলাকা থেকে। সামান্য অসতর্ক হলেই মূহুর্তে লুঠ করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একটি দুটি অভিযোগ নয় পর পর ১৮ টি। একের পর এক অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছেন পুলিশকর্তারা। মঙ্গলবার পালসিট এলাকা থেকে দিনে দুপুরে সোনার গয়না চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ওই এলাকার বাসিন্দা মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কল্পনা মুখোপাধ্যায় নামে এক দম্পতি জানায়, এ দিন দুপুরে কিছুক্ষনের জন্য বাড়ির বাইরে গিয়েছিলাম। সে সময় তাঁর ছেলে দীপঙ্কর পেশায় ডাক্তার সে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং ওই সময়েই এমন ঘটনা ঘটে বলে অভিযোগ, বাড়ি ফিরে এসে তারা দেখতে পায় বাড়ি ঘর লণ্ডভণ্ড। আলমারির দরজা খোলা। সেখান থেকে চুরি হয়ে গেছে পাঁচ ভরির বেশি সোনার গয়না এবং টাকা। কিন্তু তাঁর পাশেই থাকা ল্যাপটপ, ট্যাব, মোবাইল ছুঁয়েও দেখেনি দুষ্কৃতীরা।
দীপঙ্কর বলেন, ‘‘বাবা এবং মা কিছু ক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। তার মধ্যেই এই কাণ্ড। বিহিত পেতে আমরা যতদূর যেতে হয় যাব।’’ মানবেন্দ্র প্রতিবেশী সঞ্জীব কোনার বলেন, ‘‘বেশ কয়েক বার একই ধরনের ঘটনা ঘটল এলাকায়। কয়েক দিন আগে এলাকার একটি এটিএমে-ও চুরির চেষ্টা হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি।’’ একই জায়গা থেকে বার বার একই অভিযোগ পেয়ে বিষয়টি হালকা ভাবে নিচ্ছে না পুলিশও। শুরু হয়েছে তদন্ত।