দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শিক্ষা ব্যবস্থার দুরবস্থার দিক দিয়ে দেশের মধ্যে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ উপরের দিকে রয়েছে। এবার সেটাকেই হাতিয়ার করলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ঠুকলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
এদিন টুইটার পোস্টে দিল্লির শিক্ষামন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী মণীশ লিখেছেন, ‘আপনি যদি উত্তরপ্রদেশের শিশুদের ভালো শিক্ষা দিতে না পারেন, যার জনসংখ্যা বিশাল, তাহলে সেটা আপনার অক্ষমতা। এতে আপনার রাজ্যবাসীর দোষ কোথায়। আপনি যদি সামলাতে না পারেন তাহলে ছেড়ে দিন। জনতা এমন একজনকে বেছে নেবে যাঁর বড় রাজ্যের শিশুদের ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষমতা আছে।’
শিসোদিয়াকে সমর্থন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এটা আমাদের সরকারদের দায়িত্ব শিশুদের ভালো শিক্ষা ব্যবস্থা এবং উজ্জ্বল ভবিষ্যত দেওয়া, তা সেই সংখ্যা পাঁচ লক্ষ হোক বা পাঁচ কোটি। ভালো সরকার কখনও সাফাই দেয় না।’
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই যোগী আদিত্যনাথ বলেছিলেন, তাঁর রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যতজন শিশু পড়াশোনা করে সেটা পুরো দিল্লির জনসংখ্যার সমান। কেজরিওয়াল মঙ্গলবারই ঘোষণা করেছিলেন, ২০২২–এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আপ সেখানে লড়বে। তারপর থেকেই শুরু হয়েছে দুই সরকারের বাকযুদ্ধ। আগামী ২২ তারিখ লখনউ যাচ্ছেন শিসোদিয়া। তিনি ওই দিন যোগীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, দিল্লি এবং উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি যোগীর সঙ্গে বিতর্কসভায় বসতে রাজি।