Saturday, December 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘হিম্মত থাকলে, সামনা সামনি আসুন’, জাকির প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ অধীরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকাল রাতে কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। স্টেশনে বিস্ফোরণের পর একটি আঙুল উড়ে গিয়েছে মন্ত্রী জাকির হোসেনের। ঝলসে গিয়েছে পায়ের একাংশ। গুরুতর অবস্থা তাঁর আরও একটি আঙুলের। এমন অবস্থাতেই রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের চিকিৎসা চলছে এসএসকেএমএ। এদিকে, ঘটনা নিয়ে তোপ পাল্টা তোপে সরগরম রাজ্যরাজনীতি। এদিন এই ঘটনা নিয়ে মুর্শিদাবাদে তৃণমূল বনাম কংগ্রেস সংঘাত অব্যাহত।

এদিন, মুর্শিদাবাদে তৃণমূলের নেতা সৌমিক হোসেন ,জাকির হোসেনের ওপর আক্রমণের নেপথ্যে অধীর চৌধুরী নাম করে অভিযোগের সুর চড়া করেছেন। তাঁর দাবি, মুর্শিদাবাদে তৃণমূলের পরিসর বাড়ছে দেখেই এমনটা করতে পারে অধীর চৌধুরীর শিবির। এদিকে এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

এদিন অধীর চৌধুরী সাফ বার্তায় জানান, ‘যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ হয়েছে, সাংঘাতিক অভিযোগ, সেখানে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলব, আপনি এনআইএ ডাকুন।’ অধীর চৌধুরীর দাবি এনআইএকে দিয়ে তদন্ত করামো হোক গোটা বিষয়টির।

‘ অধীর চৌধুরী এখানে থাকবে কোনও অসুবিধা নাই, মুর্শিদাবাদও থাকবে।’ এই বক্তব্য রেখে অধীর চৌধুরী বলেন,’ হিম্মত থাকলে, বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী , আসুন সামনাসামনি ক্ষমতা থাকলে… কার প্রশ্নের কে জবাব দিতে পারে বাংলার মানুষ দেখবে। ‘

কেন রেল স্টেশনে লাইট ছিল না? কেন রেলের কোনও আধিকারিকের দেখা মেলেনি? রেলের তরফে কোনও আয়োজন হয়নি মন্ত্রীর নিরাপত্তা নিয়ে?’ এই সমস্ত প্রশ্ন তুলেই এদিন পৈলানের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসটিএফ, সিআইডি, এসআইটি নিয়ে তিনি একটি সিট গঠন করেছেন জাকির হোসেনের ওপর হামলার ঘটনায়। এদিকে, সূত্রের খবর এআইএর তরফে এদিন সন্ধ্যায় প্রতিনিধিরা নিমতিতায় গিয়ে , একটি রিপোর্ট দেবেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।

 

Leave a Reply

error: Content is protected !!