দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে শেষ মুহূর্তের প্রচার চলছে। তারমধ্যেই প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি মমতাকে নিশানা করে বলেছেন, তৃণমূলকে এবার ভোট দিলে মিনি পাকিস্তান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তোষণ। তোষণ এবার হারবে। বিজেপি সরকার গড়বে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী।
শেষ বেলার প্রচারে সর গরম নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে একের পর এক হিন্দুত্বের তাস খেলেছেন শুভেন্দু অধিকারী। মমতাকে নিশানা করে তিনি বলেছেন এবার তৃণমূল কংগ্রেসকে ভোট গিলে মিনি পাকিস্তান হবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে নানুরের তৃণমূল কংগ্রেস নেতা যখন বলেছিলেন ৩০ শতাংশ মুসলিমকে বাদ দিলে তিনটি পাকিস্তান তৈরি হয়ে যাবে।তখন তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করেছিল বিজেপি। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নানুরের তৃণমূল কংগ্রেস নেতাকে শোকজ করেছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন কিছু হয়নি পায়ে। কোনও চোট পাননি তিনি। পা মচকে গেলে ১৫ দিন ধরে ব্যান্ডেজ করে রাখতে হয় না। এর আগেও মমতার পায়ের চোট নিয়ে শিশির অধিকারী তীব্র আক্রমণ শানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা হলছেন বলে দাবি করেছিলেন শিশির। নন্দীগ্রামের মানুষের বদনাম করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এমনই দাবি করেছিলেন তিনি।
উত্তর প্রদেশ থেকে যোগী আদিত্যনাথকে উড়িয়ে নিয়ে এসে নন্দীগ্রামে নিজের সমর্থনে প্রচার করিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন ফের সেই যোগীকে নজির করেই বঙ্গের বিজেপি শাসনের উদাহরণ দিলেন শুভেন্দু। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশে যেমন যোগী আদিত্যনাথ সোজা করে দিয়েছেন সকলকে। ঠিক সেভাবেই বাংলাতে বিজেপি তাই করবে। বাংলায় সরকার গড়বে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তোষণ। এই তোষণ এবার হারবে বঙ্গে।
যিনি প্রধানমন্ত্রীকে অপমান করেন সেই বেগমকে নন্দীগ্রামের মানুষ জবাব দেবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ এমন শিক্ষা দেবেন মমতাকে যে সারাজীবন তিনি মনে রাখবেন। পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা।তিনি বলেছেন একটা ভোট লুঠ করে দেখাক বিজেপি।