দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইভিএমে আঙুল ছোঁয়ালেই ভোট পড়ছে বিজেপি প্রার্থীর নামে, অভিযোগ কে কেন্দ্র করে রণক্ষেত্রে দক্ষিণ কাঁথির মাজনা। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা।
ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্ৰহণ। ইভিএম-এ কারচুপির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকরা। ‘ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে।’ দাবি ওই বুথের প্রিসাইডিং অফিসারের।