Sunday, February 23, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা : ইলহান ওমর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গাজা উপত্যকায় গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছে মার্কিন সরকার। এমনই গুরুতর অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে অশ্রুভারাক্রান্ত কণ্ঠে এ অভিযোগ করেন।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর। তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরাইলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!