দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০২০ সালে নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী ইলহান ওমর। তিনি খুব সহজেই রিপাবলিকান প্রার্থী লেসি জনসনকে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে জয়ের তালিকায় নিজের নাম লিখেছেন। ইলহান ওমর এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হন।
ইলহান ওমর দ্বিতীয় মেয়াদে তার নির্বাচনী এলাকা মিনেসোটায় দুই লাখ ৫২ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী লেসি জনসন এক লাখ এক হাজার ৪৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর সেখানে ইলহান ওমর দুই লাখ ৫২ হাজার ৮৯৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। প্রতিদ্বন্দী লেসি জনসনের ভোটের হার মাত্র ২৫ দশমিক ৯ শতাংশ।
ইলহান ওমর এসেছেন সোমালিয়া থেকে। শিশু বয়সে দীর্ঘ চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন সাহসী এই নারী। তাকে সাহসী বলা হচ্ছে এ কারণে যে, হিজাব পরার পক্ষে তর্কযুদ্ধেও তিনি জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম হিজাব পরা সদস্যও তিনি। অথচ ওখানকার অনেক শাসকই তা না পরার পক্ষে যুক্তি দেখান। তিনি কৌশলে এসব যুক্তি খণ্ডন করেন।
কংগ্রেসের একটি সভায় তার হিজাব পরার বিষয়ে অভিযোগকারী এক ধর্মীয় নেতাকে কৌশলে নিশ্চুপ করিয়ে দেন। ইলহান বলেন, আমি এখন একজন কংগ্রেস প্রতিনিধি। এ ব্যাপারে আমার সিদ্ধান্তই প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। ইসলামী প্রজাতন্ত্রের রূপ পাক কংগ্রেস। বিরোধীরাও বলছেন, এখন ইসলামী প্রজাতন্ত্রের মত দেখা যাচ্ছে কংগ্রেসের অধিবেশনে। বলা যেতে পারে, প্রায় ১৮১ বছরের পুরনো গতানুগতিক ভাবধারাকে পাল্টে দিলেন তিনি।