Wednesday, March 12, 2025
Fact CheckLatest Newsফিচার নিউজরাজ্য

চক্রান্ত ফাঁস! পাকিস্তানের ছবি হুগলির বলে প্রচার, দাঙ্গা লাগানোর চেষ্টা, গ্রেফতার ১২৯

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভদ্রেশ্বরের তেলিনি পাড়া কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। ঘটনা নিয়ে তুমুল প্রচার শুরু করেছে বিজেপিও। এরই মাঝে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর ট্যুইট করে জানিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ ১২৯ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, কিছু মানুষ সুনির্দিষ্ট উদ্দেশে গোটা এলাকায় উসকানি দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে।

জানা যাচ্ছে, হুগলির তেলিনি পাড়ার অশান্তির ছবি বলে ছড়ানো হচ্ছে বিভিন্ন ভুয়ো ছবি। এমনকী পাকিস্তানের ছবিও রয়েছে সেই তালিকায়। গুগলে ছবি রিভার্স করে দেখা গিয়েছে, তেলিনি পাড়ার বলে যে ছবি ছড়ানো হচ্ছে, তা আদতে বালোচিস্তানের। ‛ভয়েস অফ পাকিস্তান মাইনোরিটি’ থেকে ট্যুইট করা সেই ছবি দিয়ে লেখা হয়েছিল, ‛ফের হিন্দুদের উপর নির্যাতন। গুলাব ও স্ত্রী প্রতিবেশীদের দ্বারা আক্রান্ত। ঘটনাটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের। মহিলাকে সকলের সামনে যৌন নির্যাতন করা হয়। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা।’

মে মাসের ১২ তারিখ সেই খবর Gulf News -এ প্রকাশিতও হয়। লেখা হয়, ‛পাকিস্তানের গ্রামীণ পঞ্জাবে হিন্দু দম্পতির উপর বর্বর হামলা, কারণ অজানা।’ আর সেই ছবিই এখন তেলিনিপাড়ার বলে ছড়ানো হচ্ছে। ইতোমধ্যে তেলিনিপাড়ায় ১৪৪ ধারা জারি রয়েছে। ১৭ মে পর্যন্ত হুগলির ১১টি থানা এলাকায় ইন্টারনেট ও কেবল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু তার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কিছু হিংসাত্মক ছবি ও ভিডিয়ো।

Leave a Reply

error: Content is protected !!