দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রবিত্র মাস মাহে রমজান। ৩০ রোজার শেষে পালিত হবে ঈদ। এই ঈদের কথা ভেবে রাজ্য সরকার যাতে লকডাউন শিথিল না করে এবং তা যেন ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইমামদের সংগঠন ‛বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন’।
ইমামস অ্যাসোসিয়েশন তাঁদের চিঠিতে লিখেছে, ‛মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। আমরা এত স্যাক্রিফাইস করেছি, আরও করব। আমাদের উৎসবের দরকার নেই।’ অন্য দোকানপাট কেন খোলা হল, সে ব্যাপারে পুলিশ কেন কিছু বলল না এসব নিয়ে কোনও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে বিব্রত করা হবে না বলেও জানিয়েছেন ইমামরা।
Support Free & Independent Journalism