Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কোথায় মোদীর ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি? লজ্জায় মাথানীচু দেশের, বাংলাদেশেরও নীচে ভারতের জিডিপি!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থনীতির বেহাল দশা। একের পর এক সরকারি সংস্থাকে বিক্রি করে চলেছে মোদী সরকার। দেশ চালাতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক থেকেও একাধিকবার টাকা নিয়েছে মোদী সরকার। মোদী কালে একেবারে ধসে পড়েছে অর্থনীতি, বিপর্যস্ত একের পর এক ক্ষেত্র, জীবনহানি, শতবিভক্ত জীবিকা বেহাল দশা অজানা নেই কারোর। কিন্তু এতকিছুর পরেও সামনে যে রিপোর্ট এলো তাতে লজ্জায় দেশের মাথা নীচু হয়ে গেল। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্ট পেশ হয়েছে মাথাপিছু জিডিপির পূর্বাভাস সংক্রান্ত। আর তাতেই দেখা যাচ্ছে যে ভারত প্রতিবাশী বাংলাদেশেরও নীচের ধাপে চলে যাবে।

আইএমএফ-এর রিপোর্টে বলা হয়েছে, যে চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হবে। এর জেরে দেশের অর্থনীতির উপর বিশাল প্রভাব পড়তে চলেছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্ট অনুযায়ী ভারতের মাথাপিছু জিডিপি নেমে দাঁড়াবে ১৮৭৭ ডলারে। এদিকে এই সময়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ১৮৮৮ ডলারে।

এদিকে এই রিপোর্ট পেশ হতেই কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অভিষেক টুইট করে লেখেন, ‘বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যাবে তাদের উন্নয়নের জন্যে নয়। বরং এটি হবে কারণ ভারত পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়িত হবে না।’

 

 

Leave a Reply

error: Content is protected !!