Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তি দিক মোদী-যোগী সরকার : ইনসাফ মঞ্চ

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুজাফফরপুর : ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে ‛ন্যায় মার্চ’ বের করল ইনসাফ মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানানো হয়েছে। মোদী সরকারের তীব্র সমালোচনা করে মঞ্চ জানিয়েছে – সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে দেশব্যাপী চলমান আন্দোলনকে দমন করার চেষ্টা বন্ধ করুক মোদী সরকার।

শনিবার কাফিলের মুক্তির দাবিতে স্থানীয় হরিসয়া চক থেকে একটি ‛ন্যায় মার্চ’ বের করে ইনসাফ মঞ্চ। মার্চটি কল্যাণী-মতিঝিল, তিলক ময়দান রোড, ছোট সরেয়াগত্ৰ, জহরলাল রোড হয়ে ইনসাফ মঞ্চের জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের মার্চ থেকে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তি দিক মোদী-যোগী সরকার।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!