দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আর কদিন পরেই দিওয়ালি। কিন্তু এবার শুধু প্রদীপ নয় অযোধ্যায় জ্বলবে সাড়ে ৫ লক্ষ গোবরের ঘুঁটের তৈরি প্রদীপ। এবার অযোধ্যায় এমনটাই প্রস্তুতির কথা জানা গেছে সংবাদ মাধ্যমে।
তবে ঘুঁটের তৈরি প্রদীপ জ্বালানোর আয়োজনে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিবারই দিওয়ালিতে অযোধ্যাকে সাজিয়ে তোলেন তিনি। রাম জন্মভূমির পাশাপাশি হনুমান গড়ি, কনক ভবন-সহ অন্যান্য মন্দিরগুলিও আলোয় ঝলমল করা হবে বলে জানা গেছে।