Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

অযোধ্যায় ভূমি পুজোয় ঢুকতে দেওয়া হয়নি, অপমানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক মতুয়াদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দলবদল অব্যাহত। উওর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলো দুই শতাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষ। জানা গিয়েছে, বনগাঁ লোকসভার মধ্যে বহু মতুয়া সম্প্রদায়ের বসবাস। মতুয়া সম্প্রদায়ের মানুষ জন মহিলা থেকে পুরুষ তার ডাঙ্গা নিশান নিয়ে এদিন তৃণমূলে যোগদান করেন‌‌। তৃণমূলের পূর্তের কর্মদক্ষ নারায়ন গোস্বামী, তৃণমূল নেত্রী প্রাক্তন সংসদ মমতা বালা ঠাকুর, সঙ্গীতা কর তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, সঞ্জীব পাল, দুলাল ভট্টাচার্জ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মতুয়া সম্প্রদায়ের দাবি, একদিকে তাদের জল মাটি নিয়ে অযোধ্যার ভূমি পুজোর দিন প্রবেশ করতে গিয়েছিল কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মতুয়া সম্প্রদায়কে অপমান করা হয়েছে।

অন্যদিকে, নাগরিক ইস্যুতে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর কথা দিয়েছিলেন সেই কথা রাখিনি দেখতে দেখতে দেরবছর হয়ে গেলেও তিনি আজও আমাদের জন্য নাগরিক বিল পাশকরাতে পারিননি। তাই আজ বিজেপির এই মিথ্যে প্রতিশ্রুতি অন্যদিকে ঠাকুরবাড়ির জল-মাটি অযোধ্যায় না দিতে পারায় অপমানিত হয়ে আজ আমরা তৃণমূলে যোগদান করলাম।

 

Leave a Reply

error: Content is protected !!