দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। কিন্তু প্রার্থী হিসেবে জয়প্রকাশের নাম ঘোষণার পরই ভাঙন শুরু হল দলে। রবিবার শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে।
রবিবার বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মহম্মদ রাজেশ বিশ্বাস-সহ প্রায় তিনশো বিজেপি কর্মী গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এতেই উপনির্বাচনের ফল নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন