দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভালোভাবে যাচাই করতেই বিহারে কোভিডে মৃত্যুর হার বেড়ে গেল ৭২.৮৪ শতাংশ। বিহারের ৩৮টি জেলার কোভিডে মৃত্যুর হার যাচাই করে দেখেছে স্বাস্থ্যদফতর। তারপরই হিসাব বেড়ে গেল রাতারাতি। গত ১৮ই মে পটনা হাইকোর্টের নির্দেশের পরেই কার্যত নড়েচড়ে বসে বিহার সরকার। এরপরই বিহার সরকারের স্বীকারোক্তি, ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে। যেগুলি হিসাবের মধ্যে ছিল না এতদিন। আগের দিন যেখানে মৃত্য়ুর মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪২৪জন, সেখানে পরের দিন ভালোভাবে যাচাই করার পরে হয়ে গেল ৯ হাজার ৩৭৫জন। তবে বিহার সরকারের অতিরিক্ত সচিবের দাবি, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে ও কোভিড পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতার জেরেই তাদের মৃত্যু হয়েছে। সেই হিসাবগুলি আগে ধরা হয়নি।
প্রসঙ্গত, কোভিডে মৃত্যু সংক্রান্ত হিসাব যথাযথ করার জন্য বিহার সরকারের তরফে একটি কমিটি করা হয়। এরপরই দেখা যাচ্ছে ভালোভাবে যাচাই করতেই কোভিডে মৃত্যুর সংখ্যা একলাফে বেড়ে গিয়েছে। আগে যেগুলি ধরা হত না সেগুলিও হিসাবের মধ্যে ধরতে কার্যত বাধ্য হয়েছে বিহার সরকার। অনন্ত চারটি জেলায় দেখা যাচ্ছে রাতারাতি হিসাব ২২২ শতাংশ বেড়ে গিয়েছে। রাজধানী পটনাতে এই হিসাব বেড়েছে ৮৭.৪৮ শতাংশ। ৭ই জুন যেখানে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল ১ হাজার ২২৩ জন সেখানে ৮ই জুন দেখা যাচ্ছে সেই তালিকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩জন। প্রশ্ন উঠছে তবে কি ক্ষতিপূরণ দিতে হবে এই আশঙ্কায় মৃত্যু হার কমিয়ে দেখানো হচ্ছিল? তবে গোটা ঘটনায় গাফিলতি হলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিহার সরকার।