Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি শাসিত হরিয়ানায় দলিত তরুণীকে বিয়ে করায় এক যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৫

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে পিটিয়ে খুনের ঘটনা যেন ডালভাতে পরিণত হয়েছে। দলিত তরুণীকে বিয়ে করায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামের বাদশাহপুরে।

খবরে প্রকাশ, পাঁচ মাস আগে এক দলিত তরুণীকে বিয়ে করেন আকাশ নামের উচ্চবর্ণের এক তরুণ। তরুণ রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। বিয়ের পর গুরুগ্রামে থাকতেন তাঁরা। দলিত তরুণীকে বিয়ে করার জন্য তাকে বারবার হুঁশিয়ারি দিচ্ছিল গ্রামের যুবকরা। শেষ পর্যন্ত তাকে লাঠি দিয়ে পেটায় গ্রামের যুবকরা। এরপর বৃহস্পতিবার হাসপাতালে মারা যান ওই তরুণ।

ওই যুবকরা সকলেই তরুণীর গ্রামের বাসিন্দা। তারা আকাশকে লাঠি দিয়ে বেধড়ক মারে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আকাশের দাদার অভিযোগ, বিয়ের পর থেকেই তরুণকে হুমকি দিচ্ছিল তারা। উচ্চবর্ণের যুবকের সঙ্গে দলিত তরুণীর বিয়ে তারা মানতে পারছিল না। সেই আক্রোশ থেকেই মারধর।

 

Leave a Reply

error: Content is protected !!