দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র চোর সন্দেহে তিন মুসলিম যুবককে পিটিয়ে খুন করল এক শ্রেণির উগ্ৰবাদী লোকজন। ঘটনাস্থল ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামি এলাকায়।
তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় গরু চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকার গোপালকরা। রাত বিরেতে সুযোগ পেলেই তাঁদের বাড়ি থেকে দুধেল গরু-সহ বকনা বাছুর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুলিশকে জানিয়েও কোনও লাভ না হয়নি বলে অভিযোগ। যা নিয়ে স্থানীয়দের মনে ব্যাপক ক্ষোভ ছিল। পুলিশের উপর আস্থা হারিয়ে তাঁরা নিজেরাই রাত পাহারা দিচ্ছিলেন।
এরই মধ্যে রবিবার আলো ফোটার আগেই কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামি থানাধীন উত্তর মহারানীপুর এডিসি এলাকায় মানুষ খবর পায় একদল গরু চোর হানা দেয়। কিন্তু সেই সময় আগে পিছে কোনো বিবেচনা না করে তিন মুসলিম যুবককে দেখতে পেয়ে তাদেরকেই পেটাতে থাকে লোকজন। মারের চোটে সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই তিন যুবক। এই ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থেকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।