Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির ভোট প্রচারে হোয়াটসঅ্যাপে ‘ডিপ ফেক ভিডিও’ শেয়ার করেছিল বিজেপি!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা দু’টি ‘ডিপ ফেক ভিডিও’ ব্যবহার করেছিল বিজেপি। দু’টি ভিডিওতে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে দু’টি আলাদা ভাষায় কথা বলতে শোনা গিয়েছে। এই ধরনের ভিডিও তৈরি করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল ভিডিও বানিয়ে তোলা যায়, যাকে দেখে অবিকল আসল বলে মনে হয়। এই ধরনের ভিডিওয় বক্তার মুখে আলাদা কথাও বসিয়ে দেওয়া যায়!

ভিডিও দু’টির একটিতে মনোজকে হরিয়ানভিতে কথা বলতে শোনা যাচ্ছে। তাতে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দেওয়া প্রতিশ্রুতির সমালোচনা করেছেন। কিন্তু এটি আসল ভিডিও নয়। আসল ভিডিওয় তাঁকে একই কথা বলতে শোনা গেলেও তিনি তা বলছেন হিন্দিতে। সমস্ত ফ্রেম এক। কেবল মুখের অভিব্যক্তি ও ঠোঁটের নড়াচড়া আলাদা। সংবাদ ওয়েবসাইট ‛ভাইস’ ৪৪ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে বিজেপির এই ‘ডিপ ফেক ভিডিও’-টি আবিষ্কার করে।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!