দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের বাড়ছে করোনাভাইরাস। তাই সময় থাকতে করোনা টিকা নিতে গিয়েছিলেন তিন বৃদ্ধা। টিকা নিয়ে বাড়িও ফেরেন। কিন্তু তারপরেই হল গন্ডগোল। ভ্যাকসিনেশনের স্লিপ দেখে জানা গেল, করোনা নয়, জলাতঙ্কের টিকা নিয়ে ফেলেছেন ওই তিন বৃদ্ধা।
ঘটনাটি উত্তরপ্রদেশের শামলির কান্ধালা অঞ্চলের। ঘটনার জানাজানি হতেই এখন বেজায় চাপে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা। তাঁরা অবশ্য স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কথা অস্বীকার করেছেন। তিন বৃদ্ধা ভুল লাইনে দাঁড়ানোয় এমন বিপত্তি, দাবি তাঁদের।
ঘটনা জেলাশাসক যশজিৎ কৌরেরও কানে পৌঁছেছে। তিনি বলেন, ‘ওই তিন বৃদ্ধা করোনা ভ্যাকসিন নিতে যান। কিন্তু তাঁরা ভুল করে ওপিডি’তে (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট) দাঁড়িয়ে পড়েন। সেখানেই তাঁরা টিকা নেওয়ার আর্জি করেন। ভুল লাইনে দাঁড়ানোয় তাঁদের রেবিজ-এর ভ্যাকসিন দিয়ে দেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মী।’
তবে ভ্যাকসিন নিয়েও বুঝতে পারেননি তিন মহিলা। কিন্তু বাড়ি এসেই শুরু হয় ঝিমুনি, বমি বমি ভাব। প্রথমে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াই ভেবেছিলেন। টানা দু’দিন এরকম চলে। অবস্থা বেগতিক দেখে তাঁদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ভ্যাকসিনের স্লিপ দেখতে চান। স্লিপ দেখেই তাঁর চোখ কপালে ওঠে। দেখা যায়, জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়ে এসেছেন তাঁরা।
আপাতত সুস্থ ওই তিন মহিলা। তবে ভুল লাইনে দাঁড়ালেও বৃদ্ধাদের ঠিক করে জিজ্ঞাসা না করেই কেন টিকা দেওয়া হল, তাই নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিষয়ের তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।