দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যোগীর শাসনে ধর্ষকদের জন্য কি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ! প্রতিদিন ধর্ষনের মতো ঘটনা ঘটেই চলেছে যোগীরাজ্যে। এবার বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে ১৪ বছরের নাবালিকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাবুপাড়া এলাকায়।
কৃষক পরিবারের সন্তান ১৪ বছরে নির্যাতিতা বোনের সঙ্গে সেদিন রাতে ঘুমোচ্ছিল। তার অভিযোগ, এক প্রতিবেশী মধ্যরাতে পাঁচিল টপকে তাদের বাড়িতে প্রবেশ করে। তারপর বন্দুক দেখিয়ে মুখ বন্ধ করতে বলে ঘরের মধ্যেই ধর্ষণ করে। তারপর ঘর থেকেধর্ষক পালানোর আগেই নির্যাতিতা চিৎকার শুরু করে।
তাতেই বাড়ির লোক জেগে হাতে নাতে ধরে ফেলে ধর্ষককে। শুরু হয় মারধর। পরিবারের লোকের অভিযোগ করেছেন, অনেকদিন ধরেই কিশোরীরকে অনুসরণ করত ওই প্রতিবেশী। নিজেদের মধ্যে আলোচনা হলেও পুলিশে অভিযোগ জানানোর মতো ঘটনা এতদিন ঘটেনি।
ওই ঘটনার পর গ্রেটার নয়ডা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ধর্ষণের সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।