দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসার মোদীর নেই। একটি মার্কিন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। এসময় অমর্ত্য সেন আক্ষেপ করে বলেন, ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে।
তিনি আরও বলেন, ‘আমরা জন স্টুয়ার্ট মিলের কাছ থেকে বড় যে বিষয়টি জেনেছি তা হল, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যেভাবেই গোনো, আলোচনাকে ভয়ের বস্তু করে তুললে তুমি গণতন্ত্র পাবে না।’ তিনি বলেন, ‘মোদী একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।’