Thursday, October 17, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জম্মু-কাশ্মীরে হারছে বিজেপি? বুথফেরত সমীক্ষায় এগিয়ে ‘ইন্ডিয়া’, জামায়াতের নতুন জোটও দিচ্ছে টক্কর

দৈনিক সমাচার, শ্রীনগর: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। লোকসভা ভোটের পর প্রথম বড় নির্বাচনে বিজেপির হারের পূর্বাভাস দেখা দিয়েছে। ‘ইন্ডিয়া’র দুই শরিক ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে পারে।

ফল ঘোষণা হবে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর)। জম্মু ও কাশ্মীর বিধানসভায় আসনসংখ্যা ৯০। সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬। ইন্ডিয়া টুডে-সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, জম্মু ও কাশ্মীরের ৯০টি আসনের মধ্যে এনসি-কংগ্রেস জোট ৪০-৪৮, বিজেপি ২৭-৩২, পিডিপি ৬-১২ এবং অন্যেরা ৬-১১টি আসনে জিততে পারে। অঙ্কের হিসাবে এনসি-কংগ্রেস জোট ৩৯ শতাংশ, বিজেপি ২৩ শতাংশ, পিডিপি ১০ শতাংশ এবং অন্যেরা ২৮ শতাংশ ভোট পেতে পারে।

ইন্ডিয়া টুডে-সি ভোটারের পূর্বাভাস, জম্মুর ৪৩টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট ১১-১৫, বিজেপি ২৭-৩১, পিডিপি ০-২ এবং অন্যন্য প্রার্থীরা ০-১টি আসনে জিততে পারেন। কাশ্মীর উপত্যকার ৪৭টি আসনের মধ্যে এনসি-কংগ্রেস জোট ২৯-৩৩, পিডিপি ৬-১০, বিজেপি ০-১ এবং অন্যেরা ৬-১০টি আসন পেতে পারে।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ‘অন্যদের’ মধ্যে বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’ এবং জামায়াতে ইসলামির নতুন জোট ভাল ফল করতে পারে। আসন জিততে পারে সাজ্জাদ লোনের পিপল্‌স কনফারেন্সও। সমীক্ষায় অনুমান, প্রধান চার প্রতিদ্বন্দ্বী বাদে অন্যেরা ১০-১৬টিতে জিততে পারে। যাতে জামায়াতে ইসলামি কিছু আসনে ভাগ বসাতে পারে।

Leave a Reply

error: Content is protected !!