Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউনে মাথায় হাত গরীবদের! প্রায় ডাবল দামে বিকোচ্ছে চাল, ডাল, ডিম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে টানা ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের টানে বাজারগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে কালোবাজারির অভিযোগও উঠছে বিভিন্ন বাজারে।

আগামী কয়েক দিন কিছু পাওয়া না-ও যেতে পারে— এই আশঙ্কায় চাল, ডাল, আনাজ, ডিম কেনার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে চারিদিকে। প্রচুর চাহিদার সুযোগে অনেক বাজারেই জিনিসপত্রে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। বিভিন্ন বাজারেই চাল, ডাল, ডিম ইত্যাদির দাম প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে।

১৮ টাকা কেজি আলু অনেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে অভিযোগ। কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা দাম বেড়েছে চালেরও। ডিম বিক্রি হচ্ছে প্রতিটি ৭ টাকায়। সাধারণ দিনে এই ডিমের দাম থাকে সাড়ে চার টাকা। কয়েকদিন আগেও ১০০ টাকা কেজি দরে মুরগির মাংস কিনেছেন ক্রেতারা। এখন সেটাই বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। ফলে মাথায় হাত পড়েছে গরীবদের।

Leave a Reply

error: Content is protected !!