দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক মাসেরও বেশি সময় ধরে চলছে মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ। এবার বেনজির প্রতিবাদ দেখালো কৃষকরা। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তিকশান সুদের বাড়ির দোরগোড়ায় গোবর বোঝাই ট্রাক খালি করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল একদল প্রতিবাদীর বিরুদ্ধে। সেই সঙ্গে দল বেঁধে ওই নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে নয়া কৃষি আইনবিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাঁদের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ভিডিও। তাতে দেখা যাচ্ছে ওই বিজেপি নেতার বাড়ির প্রধান ফটকের ঠিক সামনে বোঝাই করা রয়েছে গোবরের স্তূপ। হোশিয়ারপুরের ওই বিজেপি নেতা পরে রায়বাহাদুর জোধামল রোডে ধরনায় বসেন। অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার দাবি জানান তিনি। ঘটনার নিন্দা করে পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনীকুমার শর্মা প্রশ্ন তুলেছেন, এই ধরনের ঘটনা যাঁরা ঘটালেন তাঁরা কি কৃষক, নাকি কৃষক সেজে আসা দুষ্কৃতী? তাঁর দাবি, রাজ্যের সম্প্রীতি নষ্ট করতেই এমনটা করা হয়েছে।
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিংও এমন ঘটনার তীব্র নিন্দা করেছেন। সকলের কাছে তাঁর আবেদন, নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করার নামে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেন।