দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থান পুর নির্বাচনে লজ্জাজনক হার বিজেপির। ৫০টির মধ্যে ৩৬টি পুরসভায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন কংগ্রেস প্রার্থীরা। অন্যদিকে মাত্র ১২টি পুরসভায় পুরপ্রধান পদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। ২টি পুরসভায় জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
মোট ৫টি জেলায় নিরঙ্কুশ জয় পেয়েছে কংগ্রেস। বরনে ২টি আসন পেয়েছে কংগ্রেস, ভরতপুরে ৮টি, দৌসায় ৩টি, ঢোলপুরে ২টি এবং করৌলিতে ৩টি আসনে জিতেছে রাজস্থানের শাসকদল।
জয়পুরের ১০টি আসনের মধ্যে ৯টি জিতেছে কংগ্রেস, যোধপুর, সওয়াই মাধোপুর এবং কোটায় একটি করে আসনে জয়ী হয়েচে কংগ্রেস ও বিজেপি।
শ্রী গঙ্গানগরে কংগ্রেস ও বিজেপি দুই দলই ৪টি করে আসন জিতেছে। সিরোহিতে একটি আসনে জিতেছেন বিজেপি প্রার্থী। আলওয়ারে দুটি কাউন্সিলেই বোর্ড গঠন করেছে কংগ্রেস, এবং বিজেপির ঝুলিতে গিয়েছে ৪টি বোর্ড।