Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পরিযায়ী শ্রমিকদের সাহায্যের স্বীকৃতি, সোনু সুদকে ‘বিশেষ মানবিকতার’ পুরস্কার দিল রাষ্ট্রসংঘ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের সময় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য ইতিমধ্যেই ভারতে হিরোর যোগ্যতা পেয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপির তরফে বিশেষ মানবিকতার পুরস্কার পেয়েছেন অভিনেতা।

সোমবার রাষ্ট্রসংঘের তরফে এই স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয় সোনু সুদকে। ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে। এই পুরস্কার দিতে গিয়ে ইউএনডিপির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “মিস্টার সোনু সুদকে স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমরা সোনু সুদের প্রশংসা করছি ও এই পুরস্কারের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।”

 

Leave a Reply

error: Content is protected !!