Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারানো চার যুবকের পরিবারের পাশে এসআইও

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, শীতলকুচি : গত ১০ এপ্রিল তৃতীয় দফার ভোট গ্রহণের দিন শীতলকুচি বিধানসভার জোড় পাটকি ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল চার যুবকের। মঙ্গলবার সেই চার যুবকের পরিবারের সঙ্গে দেখা করল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা শাখা।

এদিন সংগঠনের পক্ষথেকে জেলা সভাপতি ইমরান হোসাইন ও জেলা কালচারাল সেক্রেটারী সাকিল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। নিহতদের সবাই যুবক, তাদের কারো সদ্য বিবাহিত স্ত্রী আবার কারও স্ত্রী ৯ মাসের সন্তানসম্ভবা, আবার কারও দুই তিনমাসের ফুটফুটে শিশু রয়েছে। একারণেই পরিবারগুলিতে এবং সমগ্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এসআইও কোচবিহার জেলা শাখা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং ধৈর্য ধরার বার্তা দেন। জেলা সভাপতি ইমরান হোসাইন পরিবারগুলির পাশে থাকার ও সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং সরকারকেও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানায়। সংগঠনের দাবী, নির্বাচন কমিশন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক।

 

Leave a Reply

error: Content is protected !!