Friday, September 20, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

কৃষক আন্দোলনকে সমর্থনের জের, ব্রিটিশ অভিনেত্রীকে খুন ও ধর্ষণের হুমকি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের লাগাতার আন্দোলন চলছেই। ১০ বার কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠকেও কাটেনি জট। কৃষকদের আন্দোলনে দমন পীড়নও চালিয়েছে অমিত শাহের দিল্লি পুলিশ। কৃষি আইন নিয়ে বহু বিদেশি সেলেব্রিটিই মুখ খুলেছেন ভারতের কৃষকদের সমর্থনে। যদিও বিষয়টিকে ভালভাবে নেয়নি মোদী সরকার। বিজেপি নেতারা তুলোধোনা করেছেন সেই সেলেবদের। কিন্তু এবার যা হল তা অত্যন্ত নোংরা ও জঘন্যতম কাজ। ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল অভিযোগ করলেন, কৃষক আন্দোলনকে সমর্থন করায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।

জামিলার বাবা আলি জামিল ভারতীয় হলেও মা শিরিন জামিল পাকিস্তানি। জামিলা গত এক দশক ধরেই অভিনেত্রী ও রেডিও ঘোষক হিসেবে খ্যাতনামা। পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তাঁকে সকলে চেনে। তিনি তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন, বারবার কীভাবে হুমকির মুখে পড়তে হয়েছে এই ধরনের পোস্ট করলেই। জামিলা লেখেন, ”গত কয়েকমাস ধরে আমি বারবার ভারতের কৃষকদের সঙ্গে এই মুহূর্তে কী হচ্ছে তা নিয়ে কথা বলেছি। কিন্তু প্রতিবারই আমাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।” এই ধরনের লাগাতার হুমকির ফলে তাঁকে যে মানসিক অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, সেকথাও জানিয়েছেন জামিলা। প্রত্যেক মানুষের যে চাপ সহ্য করার একটা ক্ষমতা আছে তা জানিয়ে তাঁর কটাক্ষ, নিশ্চয়ই যে পুরুষরা এই নিয়ে কথা বলছেন, তাঁদেরও চাপ দেওয়া হচ্ছে। কিন্তু মহিলাদের মতো পুরুষদের এমন হুমকির মধ্যে যে পড়তে হচ্ছে না, তাও মনে করিয়ে দিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী। তবে তিনি জানিয়ে দিয়েছেন, কেবল কৃষকরাই নন, যাঁরাই নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন তাঁদের সকলের প্রতিই তাঁর সমর্থন বরাবরই থাকবে।

উল্লেখ্য, দিল্লি সীমানার কৃষক আন্দোলন ধীরে ধীরে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলের। গত কয়েক দিন ধরে রিহানা, গ্রেটা থুনবার্গের মতো সেলেবরা কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পর থেকে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অমিত শাহর মতো বিজেপির শীর্ষ নেতারাও।

Leave a Reply

error: Content is protected !!