দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ২ অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধির দেড়শ তম জন্মবার্ষিকী। বাপুর ১৫০ তম জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর কিছু বাণী।
আমার দেশপ্রেম কোনও মহার্ঘ্য বস্তু নয়। আমি সেই দেশপ্রেমে বিশ্বাসী নই যা অন্যান্য দেশবাসীর দেশপ্রেমকে খাটো করে।
সত্য একটি প্রকাণ্ড বৃক্ষের মতো। সঠিক ভাবে পালন করলে তা ভালো ফল দেয়। সত্য একাই টিকবে, বাকি সময়ের স্রোতে ভেসে যাবে।
একতা একটি দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে। সমাজের সব স্তর, সব শ্রেণি ঐক্যবদ্ধ হলে সেই দেশের উন্নতি অনিবার্য।
যে কোনও সময়ই মৃত্যু আশীর্বাদস্বরূপ। তবে লক্ষ্যের জন্য যে যোদ্ধা মৃত্যুকে বরণ করেন, তিনি দ্বিগুন আশীর্বাদপ্রাপ্ত। মৃত্যুই এমন এক ধ্রুব সত্য, যার কোনও বিনাশ নেই।
পরাজয়ই নেতার জন্ম দেয়। সাফল্য তবে গর্বের পরাজয়ের সমষ্টি।
অহিংসা মানব জাতির পরম ধর্ম। চেষ্টা করুন একে সম্পূর্ণ আত্তীকরণ করতে। না সম্ভব হলে অন্তত এই বিশেষ গুণকে অনুভব করুন। এবং হিংসা থেকে দেশকে, মানবজাতিকে দূরে রাখুন।
গণতন্ত্রে আদর্শ ও ইচ্ছার দ্বন্দ্ব অপরিহার্য।
ক্ষমা তাঁরাই করতে পারেন যাঁরা সাহসী। কাপুরুষ যাঁরা তাঁরা কখনও দোষীকে ক্ষমা করতে পারেন না।
দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না।
সবসময়েই পরিবর্তনকে স্বাগত জানান। তাহলেই বিশ্বজুড়ে আপনার কাঙ্খিত পরিবর্তন দেখা যাবে। বিশ্বে যে পরিবর্তন দেখতে চান, নিজের মধ্যে আগে দেখুন।