Wednesday, April 24, 2024
দেশফিচার নিউজ

আজ গান্ধী জয়ন্তী! বাপুর সার্ধশতবর্ষ উদযাপন করছে গোটা দেশ

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহাত্মা গান্ধীর অবদানকে মনে রেখে গোটা দেশ তথা বিশ্ব জুড়ে ২ অক্টোবর উদযাপিত হয় গান্ধী জয়ন্তী। আজ বাপুর সার্ধশতবর্ষ, তাঁর ১৫০ তম জন্মদিনকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ তৈরী হয়েছে। কোনও ধর্ম, জাত, ভাষা এবং সংস্কৃতি দিয়ে বাঁধা যায়নি মহাত্মাকে। তাই তাঁর জন্মদিনটিকেও দেশবাসী সম্মিলিতভাবে উদযাপন করছেন।

১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্মেছিলেন মোহনদাস। ১৯৩০-এর সত্যাগ্রহ থেকে ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন, সবেতেই গান্ধীজির বিপুল গ্রহণযোগ্যতার জন্যই এত মানুষ তাঁর সাথ দিয়েছিল। মহাত্মার দেড়শ বছর পূর্তিতে দেশ জুড়ে উদযাপন তো রইলই, কিন্তু সুদূর নাইজেরিয়ার এক নাট্যগোষ্ঠীও ৬ মাস ব্যাপী পালন করবে মহাত্মার জন্ম সার্ধশতবর্ষ।

Leave a Reply

error: Content is protected !!