Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপির মডেল সোনার ত্রিপুরায় সমস্ত সরকারি চাকরিই তুলে দিচ্ছে বিপ্লব সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলাকে সোনার বাংলা করবে বলে লাফালাফি করছে বিজেপি। কিন্তু তার আগেও দেশের বিভিন্ন রাজ‍্যকে সোনার রাজ‍্যে পরিণত করেছে বিজেপি। তার ফলও হাতে হাতে গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েকবছর আগে সিপিএম সরকারের পতন ঘটিয়ে সোনার ত্রিপুরা গড়েছে বিজেপি। বিজেপি – র মডেল সেই সোনার ত্রিপুরায় সরকারি চাকরিই উঠে যাচ্ছে । এখন থেকে যে – কোনও সরকারি দপ্তরে অফিসার , করণিক থেকে গ্রুপ ডি কর্মী— সবই নামমাত্র মাসিক দক্ষিণায় সরবরাহ করবে বেসরকারি সংস্থা। মানে আউটসাের্সিং। অনেকে বলছেন , গুজরাট মডেল। সিদ্ধান্ত নিয়েই কার্যকর করা শুরু করেছে বিপ্লবকুমার দেবের সরকার।

রাজ্য সরকারের নিয়ােগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধিকর্তা ড . নরেশবাবু এন স্বাক্ষরিত এফ ১০ ( ৬৩ )- ডিইএসএমপি / এমপি / ২০২১ ১৩০৬- ৭৯ নম্বর মেমােরেন্ডাম এমন কথাই বলছে । দূরপ্রসারী এই নির্দেশটিতে অধিকর্তা ২৬ ফেব্রুয়ারি সই করলেও , এটা প্রকাশ্যে এসেছে বিপ্লব সরকারের তিন বছর পূর্তির দিন । পাঁচটি বেসরকারি সংস্থাকে তালিকাভুক্ত করা হয়েছে লােক সরবরাহের জন্য । একটি সংস্থার ঠিকানা দেখানাে হয়েছে দিল্লি । বাকিরা নাকি আগরতলার । দ্য ভিস্যুয়াল সেকুরাস অ্যান্ড ইনফোটেক লিমিটেড নামে একটি সংস্থাকে ‘ প্রাইম এজেন্সি ’ ঘােষণা করে।

ত্রিপুরায় প্রথম দফায় এক হাজার লােক সরবরাহের বরাত দেওয়া হয়ে গেছে । সরকারের সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে , কোন্ পদে কার কত লােক লাগবে , এই এজেন্সিগুলির কাছে সরাসরি অর্ডার ’ পাঠাতে । রাজ্য সরকারের পে – মেট্রিক্সের লেভেল ১ , লেভেল ৫ , লেভেল ১১ – র এক হাজার পদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত যােগ্যতার লােক নির্বাচন করবে বেসরকারি এজেন্সি। কিন্তু বেতন সমপর্যায়ের সরকারি কর্মচারীদের তুলনায় সাত – আট ভাগের এক ভাগ ! যেমন , রাজ্যে সর্বনিম্ন সরকারি কর্মীর বেতন ১৬ হাজার টাকা । একজন লােয়ার ডিভিশন ক্লার্ক এখন চাকরির শুরুতেই ৩৪,৪০০ থেকে ৫৬,৯০০ টাকা পান । কিন্তু পাশের টেবিলে সমকাজে আউটসাের্সিংয়ে নিযুক্ত ব্যক্তি পাবেন মাত্র ৮,৯৮৩ টাকা ৫৯ পয়সা ! লেভেল ১১ – তে বেতন ১৭,০৬৮ টাকা ৮২ পয়সা অথচ সমযােগ্যতা এবং সমকাজে সরকারি কর্মীর মূল বেতনই ন্যূনতম ৩৭,৬০০ থেকে ১ লাখ ১৯ হাজার ৩০০ টাকা ।

ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রােড – এর সাধারণ সম্পাদক স্বপন বল বললেন , এটা মহামান্য সুপ্রিম কোর্টের ‘ সমকাজে সমবেতন ’ – এর নির্দেশেরও পরিপন্থী । ১৫ বছর পরে রাজ্যে কোনও সরকারি কর্মচারী খুঁজে পাওয়া যাবেনা।

Leave a Reply

error: Content is protected !!