Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

গ্ৰীষ্মের শুরুতেই তীব্র জলের সংকট সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায়, ভোগান্তি সাধারণ মানুষের

সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর: এখন অনেক বাকি। সবেমাত্র শুরু হয়েছে গরম। তার মধ্যেই তীব্র জলের সংকট দেখা দিল সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণ ২8 পরগনা জয়নগর বিধানসভা বেলেদূর্গানগর অঞ্চলের পূর্ব রঘুনাথ পুর গ্রামে শুরু হয়েছে তীব্র জলের সংকট।

জানা গেছে ওই সব এলাকায় গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে নলকূপ থেকে জল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। অনেক নলকূপ অকেজো হয়ে গেছে। সাধারণ পরিবারগুলো জল আনতে গেলে দুই থেকে তিন কিলোমিটার অতিক্রম করেই জল আনতে হয়।

গ্রামের মানুষের দাবি, পাশাপাশি চাষের জমি গুলোতে মিনি হাউস বসানোর কারণে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে গত কয়েক বছর ধরে। তাই আমাদের জলের সমস্যা আমরা চাষ না করলে খেতে পাবোনা এদিকে জলের সঙ্কট। এক এক করে সমস্ত নলকূপ গুলি জল না ওঠার কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই দুই থেকে তিন কিলোমিটার দুর থেকে জল আনতে হচ্ছে এবং সেখানে এক থেকে একাধিক লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।

Leave a Reply

error: Content is protected !!