দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সন্ধে হতেই ফের ‘জ্বলে’ উঠল নিভে যাওয়া লণ্ঠন। ১১৫ আসনে এগিয়ে গেলো মহাজোট। শেষ পাওয়া খবর অনুসারে, এনডিএ-র সঙ্গে ব্যবধান কমাল আরজেডি-জোট। এনডিএ ১২০, মহাজোট ১১৫ ও অন্য ৮ আসনে এগিয়ে।
বিহার বিধানসভার ভোটের গণনায় জোর টক্কর চলছে। এখনও পর্যন্ত ৬২.৫ শতাংশ গণনা হয়েছে। ১৮ আসনে ব্যবধান ১ হাজারের কম। এগিয়ে থাকার নিরিখে বৃহত্তম দলের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলল আরজেডি। নির্বাচন কমিশন জানিয়েছে, গভীর রাত পর্যন্ত গণনা চলতে পারে।