Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পতনের মুখে হরিয়ানার বিজেপি সরকার, কৃষি আইনের প্রতিবাদে সমর্থন প্রত্যাহার ২ বিধায়কের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি আইনের প্রতিবাদে হরিয়ানার বিজেপির জোট সরকারের থেকে দুই নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করেছেন। বিজেপির শরিক জেজেপি-র উপর চাপ বাড়ছে। উপমুখ্যমন্ত্রী, জেজেপি নেতা দুষ্যন্ত চৌটালা এখনও মুখ খোলেননি।

আজ জেজেপি-র মুখপাত্র প্রতীক সোম জানান, চাষিদের এমএসপি তুলে দেওয়া হলে দুষ্যন্ত উপমুখ্যমন্ত্রীর পদ থেকে দুষ্যন্ত ইস্তফা দেবেন। আর দুষ্যন্তের বাবা অজয় চৌটালা আজ বলেন, ‘‘প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী মুখে বলছেন, এমএসপি বহাল থাকবে। সেটাই আইনে একটা বাক্য লিখে দিতে সমস্যা কোথায়!”

 

Leave a Reply

error: Content is protected !!