দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরলের স্থানীয় নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে আজ। ভোটগণনা শুরু হতেই এদিন দেখা যায় সিপিআইএম-কংগ্রেসের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই। তবে কোচিতে কংগ্রেসের মেয়র পদপ্রার্থী ১ ভোটের ব্যবধানে হেরে যান বিজেপির প্রার্থীর কাছে।
কোচি পৌরনিগমের নির্বাচনে নর্থ আইল্যান্ড ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী তথা কোচি পৌরনির্বাচনে কংগ্রেসের মেয়র পদপ্রার্থী এন বেণুগোপাল হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। তাও আবার মাত্র ১ ভোটের ব্যবধানে। এই ঘটনার পর অবশ্য কংগ্রেস প্রার্থী বেণুগোপাল প্রশ্ন তোলেন ইভিএম নিয়ে।