Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

জনস্বার্থ মামলার জের, করোনা আক্রান্ত অমিতাভের গলায় বন্ধ হল কলারটিউন

Indian Bollywood actor Amitabh Bachchan attends a promotional event for the updated "Raghupati Raghava Raja Ram" and the upcoming political thriller Hindi film "Styagraha" in Mumbai on July 25, 2013. AFP PHOTO/STR

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চন নিজেই করোনা আক্রান্ত। তাহলে তার কণ্ঠে কেন করোনা নিয়ে সতর্কতাবার্তা কলারটিউন। সেটা বন্ধ করতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার বন্ধ করে দেওয়া হল অমিতাভের গলায় কলারটিউন।

এত দিন করোনাভাইরাস নিয়ে সতর্কীকরণ এবং মাস্ক-শারীরিক দূরত্ববিধি নিয়ে সচেতন করতে বাজছিল কলার টিউন। অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যাচ্ছিল ‘দো গজ দূরি’র বার্তা। দিন কয়েক ধরে সেই কলার টিউন বদলে মহিলা কণ্ঠে বেজে উঠছে ভ্যাকসিন সংক্রান্ত সচেতনতার বার্তা। তাতে বলা হচ্ছে, নতুন বছর কোভিড-১৯ এর ভ্যাকসিনের মাধ্যমে নতুন আশার কিরণ বয়ে নিয়ে এসেছে। ভারতে তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও ফলদায়ক। ভারতীয় ভ্যাকসিনের উপর ভরসা রাখুন, গুজবে বিশ্বাস করবেন না। কোভিডের বিরুদ্ধে শুধু গোটা দেশ নয়, গোটা বিশ্ব লড়ছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!