দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন দেশে বর্বরতা বেড়েই চলেছে। দেশজুড়ে মেয়েদের উপর চলছে বীভৎস নির্যাতন। এর পরেও মেয়েদের ঠিকঠাক নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। প্রকাশ্যে মন্দিরের সামনে গলার নলি কেটে কিশোরীকে খুন করল অনিল নামের এক সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সুন্দরায়া কলোনিতে সাঁইবাবা মন্দিরের সামনে।
পুলিশ জানিয়েছে, বরালক্ষ্মী নামে ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে অনিল নামে ওই যুবকের রাস্তাতেই ঝগড়াঝাঁটি চলছিল। বাকবিতন্ডার মধ্যেই অনিল বরালক্ষ্মীর গলার নলি কেটে দেয় ছুরি দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরালক্ষ্মীর। অনিলকে তৎক্ষণাৎ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনিলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যই বরালক্ষ্মীকে হত্যা করেছে সে। তবে প্রকৃত কারণ পূর্ণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বরালক্ষ্মীর সঙ্গে আগে অনিলের পরিচিতি বা ঘনিষ্ঠতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।