Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের নিশানায় ‘নিউজলন্ড্রি’ ও ‘নিউজক্লিক’, আয়কর দফতরের হানা ‛সত্যবাদী’ সংবাদমাধ্যমে

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: ‘দৈনিক ভাস্কর’-এর পর এ বার ‘নিউজলন্ড্রি’ ও ‛নিউজক্লিক। ফের কর ফাঁকির অভিযোগে আয়কর দফতরের নিশানায় দুই সংবাদমাধ্যম। শুক্রবার এই দুই সংবাদ ওয়েবসাইটের দফতরে অভিযান শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। গভীর রাত পর্যন্ত চলে সেই ‘ট্যাক্স সার্ভে’।

‘নিউজলন্ড্রি’-র কর্ণধার অভিনন্দন সেখরি শনিবার ট্যুইটারে আয়কর হানার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘আয়কর দফতরের আধিকারিকেরা এসেই আমার মোবাইল ফোনটি নিয়ে নেন। সেখানে রাখা নানা তথ্য তাঁরা ডাউনলোড করেন। এতে আমার গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে। আমাকে আইনজীবীর সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’’ জুন মাসেও একই ভাবে তাঁদের দফতরে আয়কর হানা হয়েছিল জানিয়ে পুরো ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন তিনি।

আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ওই দু’টি ‘ব্যবসায়িক প্রতিষ্ঠান’ সঠিক ভাবে কর জমা করেছে কি না, তা জানতে নিয়ম মেনেই অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে সংবাদপত্র দৈনিক ভাস্করের বিভিন্ন দফতরে কর ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছিল আয়কর দফতর। সে সময় কোভিড-১৯ মোকাবিলা-সহ বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের নানা ‘ব্যর্থতা’ সামনে এনেছিল ওই সংবাদপত্র। কেন্দ্রের নানা ‘ভ্রান্ত দাবি’ও তারা ধারাবাহিক ভাবে খণ্ডন করছিল।

 

Leave a Reply

error: Content is protected !!