দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আফগান বোলারদের তুলোধনা করে সহজ জয় পেল ভারত। আফগানিস্তানের দেওয়া ২৭৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী রূপ ধারণ করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান করেন তিনি। মাত্র ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করেন রোহিত। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও গড়লেন রোহিত। রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রান করে আউট হন। রোহিতের ইনিংসে ছিল ১৬টি চার এবং ৫টি ছক্কা।
এদিন রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ভালো সহযোগিতা করেন ঈশান কিষান। মাত্র তিন রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয় ইশানের। ৪৭ রান করে আউট হন তিনি। এরপর কোহলি ও শ্রেয়স মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। কোহলি ৫৫ ও শ্রেয়স ২৫ রান করে অপরাজিত থাকলে। ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় জয় তুলে নেয় ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাই ৬২ রান করেন।