দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রতি ইসরায়েলের উপর অতর্কিত রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসলামী সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা আক্রমন শুরু করেছে ইসরায়েল। যা নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্ব। কিছু দেশ ইসরায়েলের সমর্থন করলেও, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা বিশ্ব। যদিও ইহুদিবাদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত। দেশটির প্রতি সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ মোদী সরকার ইসরায়েলের সমর্থন করলেও, একসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিল ভারত সরকার। শুধু মৌখিক সমর্থন না, যথারীতি ডাকটিকিট প্রকাশ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছিল ভারত সরকারের ডাক বিভাগ। ১৯৮১ সালের ২৯ নভেম্বর ‛সলিডারিটি উইথ দ্য প্যালেস্টিনিয়ান পিপল’ শীর্ষক ওই ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল।