Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

খিদে ও অপুষ্টির নিরিখে পাকিস্তান ও বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত! শিশুমৃত্যুও অনেক বেশি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অনাহারে মরছে শিশু। বাড়ছে অপুষ্টিও। ক্ষুধা ও অপুষ্টির নিরিখে ভারত চলে গেল নেপাল, পাকিস্তান ও বাংলাদেশেরও পিছনে। বিশ্ব ক্ষুধা সূচক বা জিএইচআই-এর র‍্যাঙ্কিংয়ের হিসেবে অনাহার ও অপুষ্টির নিরিখে নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে ভারত।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ফলাফল প্রকাশ হতেই এ দেশে খিদের যন্ত্রণার প্রকৃত চেহারাটা সামনে এসেছে। জিএইচআই-এর রিপোর্টে বলা হয়েছে, ‛দক্ষিণ এশিযার দেশগুলোর মধ্যে অনাহার ও অপুষ্টির নিরিখে শীর্ষ স্থানে রয়েছে ভারত।’ বিশ্ব ক্ষুধা সূচক অনুসারে। পাকিস্তান রয়েছে ৯৪ নম্বরে। বাংলাদেশ ৮৮ ও নেপাল ৭৩ নম্বরে রয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!