দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত। বিরাট কোহলি শতরান করে (১০৩) অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটি তাঁর ৪৮তম সেঞ্চুরি। এ নিয়ে টানা চারটি ম্যাচ জিতল ভারত। যদিও নেট রানরেট ভালো থাকায় পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড শীর্ষেই থাকল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। চোটের জন্য খেলতে পারেননি শাকিব আল হাসান। বাংলাদেশের দুই ওপেনার ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। ওপেনিং জুটিতে ওঠে ৯৩ রান। তানজিদ হাসান ৫১, লিটন দাস ৬৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ রান করেন। ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।
২৫৭ রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই দুটি চার মারেন রোহিত। এরপর বাংলাদেশ বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করেন ভারত অধিনায়ক। ১৩তম ওভারে প্রথম উইকেট পড়ে ভারতের। ৪৮ রান করে আউট হন রোহিত। এরপর কোহলি ব্যাটিংয়ে আসেন। এরইমাঝে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি পূরণ করেন গিল।
ফিফটি করার পরই ৫২ রানে সাজঘরে ফিরে যান গিল। এরপর কোহলির সঙ্গ দিতে আসেন শ্রেয়স আইয়ার। ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়স। তিনি আউট হলে কে এল রাহুল আসেন ব্যাটিংয়ে। এরপর কোহলি-রাহুল জুটি মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ছক্কা মেরে জয় ও শতরান পূরণ করেন কোহলি।