Tuesday, January 14, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

পাকিস্তানকে ২২৮ রানে হারাল টিম ইন্ডিয়া, কোহলি-রাহুলের সেঞ্চুরি, ৫ উইকেট কুলদীপের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে দিল ভারত। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে রবিবার ও সোমবার ব্যাট করে ২ উইকেটে ৩৫৬ রান তোলেন রোহিত শর্মারা। রোহিত শর্মা-শুভমন গিলের ব্যাটে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি আসে বিরাট কোহলি-লোকেশ রাহুলের ব্যাট থেকে। জবাবে বাবর আজ়মদের ইনিংস শেষ হয় মাত্র ১২৮ রানে।

এদিন কোহলির অপরাজিত ১২২ ও রাহুলের ১১১ রানে হাবুডুবু খেতে দেখা যায় পাক বোলারদের। দু’জনে ২৩৩ রানের পার্টনারশিপ করেন, যা পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ। ভারতের ৩৫৬ রানও এক দিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ। আবার এ দিনই এক দিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে ১৩ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

৩৫৭ রান তাড়া করতে নেমে প্রথমেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। বাবর আউট হওয়ার পরেই বৃষ্টিতে খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে প্রথম ওভারেই শার্দূল ঠাকুর আউট করেন মহম্মদ রিজ়ওয়ানকে (২)। পাকিস্তান ৪৭ রানে ৩ উইকেট হারানোর পর ভারতের জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। ৫ উইকেট দখল করে পাকিস্তানকে একাই শেষ করে দেন কুলদীপ যাদব।

Leave a Reply

error: Content is protected !!